বিশেষ সংবাদদাতা:পাবনার ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়নের জগন্নাথপুর নামক স্থানে ভেজাল দুধ প্রস্তুতকারক এর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভেজাল দুধ তৈরির উপকরণ সহ প্রস্তুতকারী মো: ফারুক হোসেন (৩৫) কে হাতেনাতে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী, সহকারী কমিশনার (ভূমি) ।
২২/১০/২৪ তারিখ রাত ৮ ঘটিকায় গোয়েন্দা শাখা, পাবনা এর গোপন তথ্যের ভিত্তিতে ভাংগুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের জগন্নাথপুর নামক স্থানে ভেজাল দুধ প্রস্তুতকারক এর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভেজাল দুধ তৈরির উপকরণ সহ প্রস্তুতকারী মো: ফারুক হোসেন (৩৫) ,পিতা: মৃত আব্দুল গফুর, গ্রাম : জগন্নাথপুর, অষ্টমনিষা কে হাতেনাতে আটক করা হয়।
এসময় ভেজাল দুধ প্রস্তুতকারী মো: ফারুক হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৫ ধারায় ৫০,০০০/- পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং জরিমানা ঘটনাস্থলে আদায় হয়েছে। উদ্ধারকৃত ক্ষতিকর উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করে দেওয়া হয় এবং জব্দকৃত (প্রায়) ২০ কেজি চিনি নিকটস্থ একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।
[caption id="attachment_743" align="aligncenter" width="511"] নিকটস্থ একটি মাদ্রাসায় বিতরণ করা হচ্ছে[/caption]
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী। আরো উপস্থিত ছিলেন পাবনা জেলার গোয়েন্দা শাখার এস আই হাফিজুর রহমান ও তার টীম এবং ভাংগুড়া থানার পুলিশ সদস্যগণ।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী, বলেন জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জনগণকে এই ভেজাল দুধ তৈরি না করার বিষয়ে সতর্ক করা হয় এবং কেউ এরুপ আইন ভংগ করলে প্রশাসনকে অবহিত করার অনুরোধ করা হয়।