প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৯:৪৮ এ.এম
বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু আজ
বিশেষ প্রতিনিধি:দলকে আরও গতিশীল করতে আজ থেকে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে। বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।
রোববার (১৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
Copyright © 2024 Kaler Sangram