
বিশেষ প্রতিনিধিঃ দূর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি যানজট নিরসনে অগ্রণী ভূমিকা পালন করছে ইয়েলো ল্যাম্প। জনগনের কল্যানে কাজ করার যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে তাদের সামাজিকতায় সত্যি আমি মুগ্ধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের অংশীদার হয়ে কাজ করছে সংগঠনটি। আজ ২৬ জানুয়ারি বাংলাদেশ পুলিশের ডিআইজি আবুল কালাম আজাদ পাবনা ঢাকা মহাসড়কের আতাইকুলা মাধপুর মহাসড়ক সরেজমিন পরিদর্শন এসে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন এদেশ আমাদের সবার আমরা যে যেখানে আছি দেশের সেবক হয়ে কাজ করবো তবেই আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারবো এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুন্দর দেশ উপহার দিতে পারবো।যাতে করে তারা বিশ্বের বুকে মাথা উচু করে নিজেদের পরিচয় বহন করতে পারে
এ সময়ে তিনি আতাইকুলা বাস স্ট্যান্ডের যানজট নিরসনে ইয়েলো ল্যাম্প ও সাধারন জনগণের সঙ্গে কথা বলেন। ডিআইজি আবুল কালাম আজাদ আতাইকুলা বাজারের যানজট নিরশনে পাবনা জেলা পুলিশ, মাধপুর হাইওয়ে পুলিশ, নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সংগঠন ইয়েলো ল্যাম্পকে একসাথে কাজ করার পরামর্শ প্রদান করেন এবং সর্বক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইয়েলো ল্যাম্পের সদস্যরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।এ সময় উপস্থিত ছিলেন মাধপুর হাইওয়ে থানা ইনচার্জ (ওসি) মোস্তাফিজার।

আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ শহিদুল্লাহ উজ্জ্বল, তিনি বলেন আমরা সত্যি আনন্দিত আজ মনে হচ্ছে আমরা দেশের জন্য ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে মানুষের জন্য কাজ করতে পারছি আমাদের এই কাজ যেন অব্যাহত থাকে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করি। আমরা নিজেরা সচেতন হলে তবেই সড়ক দূর্ঘটনা প্রতিরোধ করতে সক্ষম হব। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এস এ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, দৈনিক গড়ব বাংলাদেশের জেলা প্রতিনিধি কৌশিক হোসেন, ইয়েলো ল্যাম্পের সদস্য এইচ এম মোস্তফা সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সদস্যরা ।
Leave a Reply