বিশেষ প্রতিনিধি
জিয়া মঞ্চ রাজিবপুর উপজেলা শাখার নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে মোস্তাফিজুর রহমান মিঠুকে আহবায়ক ও আলতাফ মাহমুদকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। ২১সদস্যের এই আহবায়ক কমিটি ইতিমধ্যে অনুমোদন পেয়েছে, জা কুড়িগ্রাম জেলার আহবায়ক আল আমিন ও এস কে হিরার যৌথ স্বাক্ষরে অনুমোদিত হয়েছে।
আহবায়ক মো: মোস্তাফিজুর রহমান মিঠু বলেন দলের উন্নতি ও জনগণের স্বার্থে একসাথে কাজ করে যেতে চাই। সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
জিয়া মঞ্চ রাজিবপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক রাসেল মাহমুদ দায়িত্ব পেয়ে বলেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জিয়া মঞ্চের জন্য কাজ করব। দলের কর্মসূচির পাশাপাশি সামাজিক ও মানবিক কাজ করে যেতে চাই।