পাবনা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে কালা চাঁদপাড়া আল হেলাল জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির পক্ষ থেকে একুশে রমজান শনিবার (২২মার্চ) কালাচাঁদপাড়া শিবরামপুর বড়বাজার এলাকার মৃত ব্যক্তি সহ অসুস্থ ও অত্র এলাকার আগত ব্যবসায়ীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন কালাচাঁদপাড়া আল হেলাল জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ খাঁন মন্টু ,আব্দুল মাসুদ লাল,আবু বকর সিদ্দিক মুকু,আবুল হাশেম ,এরশাদুল হক সবুজ,আব্দুস সামাদ,গোলাম সরোয়ার লিটন,মাহবুব হোসেন,পারভেজ,মাহবুব,আমানুল্লাহ খান শাওন,সাইফুল আশরাফ মানিক সহ অত্র এলাকার স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী ইমদাদ হোসেন মোল্লা মধু,ফিরোজ হোসেন লালু, মোহাম্মদ ওমর হাজি,দেলোয়ার হোসেন বাবু,রহমত হাজী,সহ আরো এলাকার সকল পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক ভাবে দোয়া পরিচালনা করেন
হযরত মাওলানা আতিক রহমান।
এ সময় আগত মুসুল্লিগন জানান এ ধরনের আয়োজন এলাকা বাসিন্দাদের একত্রিত হওয়া মাধ্যমে একে আন্যের সাথে দেখা সাক্ষাৎ এর সুযোগ সৃষ্টি করে দেয় প্রতিবছর এ ধরনের আয়োজন হলে আমাদের ভাতৃত্ববোধ বৃদ্ধি পাবে।
Leave a Reply