জুবায়ের খান প্রিন্স, পাবনা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবি ট্রাস্টের চেয়ারম্যান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক, এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে এবং আস্থাভাজন দাতা সংস্থার সহযোগিতায় পাবনায় অনুষ্ঠিত হয়েছে এক মহতী উদ্যোগ— সহস্রাধিক অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ।
শনিবার (২৯ মার্চ ২০২৫) অনুষ্ঠিত এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার, জনাব মোঃ মোরতুজা আলি খান। তিনি বলেন, "ঈদের আনন্দ ভাগাভাগি করার এই উদ্যোগের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদের খুশি পৌঁছানো সম্ভব হয়েছে। এবি ট্রাস্টের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।"
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি লুৎফুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা সকলেই এবি ট্রাস্টের মানবিক কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে শুধু ঈদ উপহার নয়, অসহায়দের জন্য এক নতুন আশার আলো জ্বালানো হলো। সমাজের প্রতি এক দুর্দান্ত দায়বদ্ধতা এবং সহানুভূতির নিদর্শন হিসেবে এবি ট্রাস্টের এই উপহার বিতরণ আয়োজন মাইলফলক হয়ে থাকবে।
উপহার গ্রহীতা এক বৃদ্ধ নারী বলেনঃ "মাঝে মাঝেই তিনি আমাদের অনেক কিছু দেয়। আমারে দুঃখের কথা শোনে। শিমুল বিশ্বাস আমারে গরু, ছাগল, সেলাই মেশিন, রিক্সা, কম্বল আরও কত কিছু দেয়। দেশ-বিদেশ থেকেও এবি ট্রাস্টের মাধ্যমে আমাদের নিয়মিত সহায়তা দিয়ে থাকেন। আমরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করি।"