বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বটতলায় বাসস্ট্যান্ড মুক্তঅঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মুক্তঅঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ১ং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আকতার শুভর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেসুর রহমান।
অধ্যাপক মোখলেছুর রহমান বলেন
ঈদে বাড়ি ফিরতে গাড়ির চাপে সময়মতো ইফতারে করতে পাছে না ঘরমুখি মানুষেরা। ঘরমুখি মানুষ যাতে নির্বিঘ্নে ইফতার করতে পারে সেই বিষয়টি চিন্তায় রেখে মুক্তঅঞ্চল পাঠাগার ও মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালার সদস্যরা পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণে এই আয়োজন করে। পরবর্তীতে আরও বেশি বেশি মানবিক কাজে এই সংগঠন এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করি
এসময় উপস্থিত ছিলেন চর রাজিবপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্ন, রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব নাজমুল মাহমুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, তারিকুল ইসলাম, আল আমিন, রাশিদুল ইসলাম, আবু তালেব, রাজিবপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক পলাশ মাহমুদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হান্নান শাহ, জিয়া মঞ্চের আহবায়ক মোস্তাফিজুর রহমান মিঠু, সদস্য সচিব আলতাফ, যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ ।