বিশেষ প্রতিবেদক:খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার সরকার হ*ত্যা মামলায় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় এ ঘটনায় নিহতের বাবা নিতিশ কুমার সরকার বাদী মামলাটি করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি মিডিয়া মোহাম্মাদ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার জন্য নিহত অর্ণবের বাবাসহ পরিবারের কয়েকজন সদস্য সোনাডাঙ্গা মডেল থানায় আসেন। তিনি অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে হ*ত্যা মামলা করেন। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে যে তিনজনকে পুলিশ হেফাজতে নিয়েছিল তাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ হত্যা*কাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন। হত্যা*কান্ডে যদি তাদের সম্পৃক্ততা না থাকে তাহলে রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে হত্যা*কাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের ছাত্র অর্ণবকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসী প্রথমে গুলি ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হ*ত্যা করে। এ ঘটনার পর থেকে নগরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করেছে।
Leave a Reply